শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ শে মার্চ বিকেল ৪ ঘটিকায় মিরপুর বাজারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রুবেল আহমদ হাবিব। মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল কাইউম মশাহিদ, মিরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল আহাদ দোলন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুব হোসেন, সাজাদ খান, আফরোজ আলী, মিরপুর ইউনিয়নের যুবলীগ নেতা আহমদ হোসেন, ইউপি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাহিম আহমদ, আবু তাহের, ছালিক আহমদ প্রমুখ।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পিয়ার আলী।
Leave a Reply