শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
এক হাজার রান করতে প্রোটিয়াদের হয়ে মার্করাম ব্যাট করেন ১০ টেস্টের ১৮ ইনিংসে। এই তালিকায় শীর্ষে থাকা স্মিথ ব্যাট করেন ১২ টেস্টের ১৭ ইনিংসে। আর ক্রিকেট ইতিহাসে দ্রুততম এক হাজার রান করার তালিকায় সবার উপরে রয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান হারবার্ট সাটক্লিফ। ১৯২৪তে এই রেকর্ড গড়ার সময় তিনি খেলেন ৯ টেস্টের ১২ ইনিংস। ২০১৭’র অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মার্করামের। এরপর এই মাইলফলক ছুঁতে তার লেগেছে ১৮৬ দিন। এই তালিকায় তার উপরে থাকা হাসির লেগেছিল ১৬৬ দিন। চলতি টেস্ট সহ ১০ টেস্টে ঠিক এক হাজার রান করেন মার্করাম। ব্যাটিং গড় ৫৫.৫৫। সেঞ্চুরি ৪টি ও হাফসেঞ্চুরি ৩টি
Leave a Reply