বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
জাতীয় ছাত্র সমাজ জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে । এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬টায় জাতীয় পার্টি কার্যালয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয় । উপজেলা জাতীয় পার্টির সহ-যুব বিষয়ক সম্পাদক ও যুবনেতা আলী আফছারের সভাপতিত্বে ও জাপা নেতা আখলিছ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া । সভায় সকলের মতামতের ভিত্তিতে জাতীয় ছাত্রসমাজ জগন্নাথপুর ডিগ্রি কলেজ শাখার ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় । আহবায়ক কমিটির সদস্যরা হলেন: আহবায়ক জাহেদ আহমদ, যুগ্ম আহবায়ক সানি রায় পার্থ, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল সাগর, যুগ্ম আহবায়ক অসিম দেব, সদস্য: আন্নানুল হক তোহা, অসীম চন্দ্র দাস, অমিত নাথ, সুমন আহমদ, আলীম উদ্দিন রবিউল, এমরান হোসেন, রেদুয়ান আহমদ, রাসেল আহমদ, ইসমাইল হোসেন । প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া বলেন জাতীয় পার্টি হচ্ছে একটি আদর্শিক রাজনৈতিক দল । জাতীয় পার্টি মারামারি, হানাহানি ও সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে না । সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদের শাষনামলে মানুষ শান্তিতে ছিল বলেই দেশের জনগন আবারো জাতীয় পার্টিকে ক্ষমতার মসনদে বসাতে চায় । তিনি জাতীয় ছাত্রসমাজ আগামীর দিনের কর্নধার উল্লেখ করে বলেন লেখাপড়ার পাশাপাশি কলেজে সুশৃংখল রাজনীতি ও মানুষের সমর্থন আদায়ের মাধ্যমে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হবে । প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply