মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:১০ অপরাহ্ন
জগন্নাথপু নিউজ ডটকম ডেস্ক:: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকার ঘোষিত সকল ভিভিআইপির (অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি) নিরাপত্তায় ৯টি বেতার তরঙ্গ প্রতিরোধক যন্ত্র (রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার) কেনা হচ্ছে।
এক্ষেত্রে আনুষঙ্গিক যন্ত্রাংশসহ ছয়টি ভেহিকল মাউন্টেড রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার (প্রতিটি গাড়িসহ) এবং তিনটি পোর্টেবল (বহনযোগ্য) রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার (আনুষঙ্গিক যন্ত্রাংশসহ) কেনা হবে।
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এসব যন্ত্র ব্যবহার করবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে পোর্টেবল রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার কেনার অনুমোদন দিয়েছে। এছাড়া আনুষঙ্গিক যন্ত্রাংশসহ ফ্রিকোয়েন্সি জ্যামার, ড্রোন শিল্ড এবং যানবাহন সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সুপারিশ রয়েছে।
গত ৩১ মে নয়টি রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার আমদানি ভ্যাট মওকুফ করে আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
ভ্যাট মওকুফের শর্তে বলা হয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সরকার ঘোষিত সকল ভিভিআইপির নিরাপত্তার কাজে ব্যবহার করতে হবে। এগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার বা বিক্রয় বা হস্তান্তর করা যাবে না।
শর্তে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শুল্ক ভবনের কমিশনারের কাছে সংশ্লিষ্ট আমদানিকারকে ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করতে হবে। তিনি অঙ্গীকার করবেন এসব যন্ত্র কোনো প্রকার হস্তান্তর, বিক্রি, ভিন্ন ব্যবহার, চুরি বা খোয়া গেলে শুল্ক-করাদি পরিশোধে বাধ্য থাকবেন।
Leave a Reply