শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাওরে ধান কাটার ধুম, বঙ্গবন্ধু-১০০ জাতের ধানে চিটা শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন শান্তিগঞ্জে আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা  উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকরা অগ্রণী ভূমকিা পালন করেন: এমএ মান্নান এমপি জগন্নাথপুরে সার-বীজ বিতরন কালে সাবেক মন্ত্রী, দেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে দারুল ক্বিরাত হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসা শাখা কেন্দ্রের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শান্তিগঞ্জে বিজ’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন জগন্নাথপুর বাজার তদারক কমিটির নির্বাচন সম্পন্ন জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

শ্রীদেবী কন্যার প্রথম ছবি বাজারে আসছে

শ্রীদেবী কন্যার প্রথম ছবি বাজারে আসছে

 

বিনোদন ডেস্ক ::

মেয়ে জাহ্নবীর বলিউড অভিষেক নিয়ে খুঁতখুঁতে ছিলেন শ্রীদেবী। ছবি, অভিনেতা, ও প্রযোজক সব কিছুই পারফেক্ট করতে চেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত কর্ণ জোহরের ব্যানারেই বলিউডে পা রাখতে চলেছেন শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী। গেল সোমবার শুটিং শেষ হলো ‘ধড়ক’-এর।

এ ছবিতে জাহ্নবী কাপুরের বিপরীতে রয়েছেন শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। ঈশানের অবশ্য দ্বিতীয় হিন্দি ছবি এটি।

এর আগে ২০০৫ সালে সঞ্জয় দত্তের ‘ওয়াহ! লাইফ হো তো অ্যায়সি’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন ঈশান। ‘ধড়ক’ ছবিতে প্রথম নায়কের ভূমিকায় দেখা যাবে তাকে।

মেয়ের ছবির প্রথম পোস্টার শ্রীদেবী নিজেই শেয়ার করেছিলেন গত নভেম্বরে। তিনি কতটা উৎসাহিত যা প্রকাশ করেছিলেন।

মারাঠি ছবি ‘সাইরাত’-এর হিন্দি রিমেক হতে চলেছে জাহ্নবী ও ঈশানের এই নতুন ছবি।

ছবির শুটিং হয়েছে ভারতের বিভিন্ন শহরে। জাহ্নবী, কর্ণ জোহর এবং পরিচালক শুটিংয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

জয়পুর এবং কলকাতায় শুটিং পর্বের ছবিগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে শুটিং হয়েছে ‘ধড়ক’-এর।

মঙ্গলবার একটি ছবি শেয়ার করেছেন জাহ্নবী। ক্যাপশনে লিখেছেন ‘হোম’ অর্থাৎ বাড়ি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, পরিচালক শশাঙ্ক খৈতান ইতিমধ্যেই শুটিং শেষ করেছেন ‘ধড়ক’-এর। আগামী ২০ জুলাই ছবি মুক্তির পালা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com