শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
রেজুওয়ান কোরেশী :: প্রধান শিক্ষক শুন্য সহ নানাবিধ সমস্যায় জর্জরিত জগন্নাথপুর উপজেলার পশ্চিম সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়। ভারপ্রাপ্ত দিয়েই চলছে শিক্ষাদানসহ প্রশাসনিক কার্যক্রম। এতে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘিœত হচ্ছে বলে অভিযোগ অভিবাবকদের।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১২ সালে প্রধান শিক্ষক অন্যত্র বদলি হলে ৬ বছর ধরে প্রধান শিক্ষক শূন্য হয়ে পড়েছে বিদ্যালটি। প্রধান শিক্ষক সমস্যা ছাড়া ও বিদ্যালয় সীমানায় বাউন্ডারি নেই। পুরণো জীর্ণশির্ন ভবনে বৃষ্টির দিনে ছাদ গড়িয়ে পড়ে পানি । এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে।
সৈয়দপুর গ্রামের বাসিন্দা অভিবাবক কামাল মিয়া জানান, আমাদের ছেলে-মেয়েরা মেধায় ভালো কিন্তু কিন্তু স্কুলটি অভিবাবক শুন্য। তাই প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান।
একই গ্রামের বাসিন্দা আরেক অভিবাবক সোহেল মিয়া বলেন, একটি বিদ্যালয়ের মেরুদন্ড প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়টি অভিবাবক শুন্য হয়ে পড়েছে। এ ব্যাপারে আমরা উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
বিদ্যালয়ের দপ্তরি নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকা সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। প্রধান শিক্ষক না থাকায় নিজেই ক্লাস নিতে হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারুল বেগম বলেন , প্রধান শিক্ষক না থাকার কারণে ছাত্রছাত্রীর অভিভাবক চিন্থিত। প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করেছি। ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যালয়ে প্রধান শিক্ষক জরুরী হয়ে পড়েছে।
যোগাযোগ করলে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর নিউজ ডটকমকে বলে ন,‘‘ জগন্নাথপুর উপজেলার যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শুন্য, সেসব বিদ্যালয়ের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে। আশা করি খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।’’
Leave a Reply