শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সুন্দরবনের ভারতসংলগ্ন অংশে বেনিফেলি জঙ্গলের কাছে কাঁকড়া ধরছিলেন কাশীনাথ নামের এক যুবক ও তার সঙ্গীরা। এমন সময় হঠাৎ জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে লাফ দিয়ে পড়ে কাশীনাথের ওপরে।
কাশীনাথ সিংহের (৪২) বাড়ি কুলতলি থানার গোপালগঞ্জ গ্রামে। সোমবার সন্ধ্যা মাঘের আক্রমণের শিকার হন তিনি। কিন্তু ঘটনাস্থলেই বাঘের সঙ্গে লড়াই করে কাশীনাথের সঙ্গীরা তাকে উদ্ধার করে।
আহত কাশীনাথকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় তার। মঙ্গলবার সকালে কাশীনাথ বাবুর সঙ্গীরা তার মৃতদেহ নিয়ে ফিরলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কাশীনাথের ওপর বাঘের আক্রমণের সঙ্গে সঙ্গে তার সঙ্গীরা লাঠি ও লোহার রড নিয়ে মাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের সঙ্গে বেশ কিছুক্ষণ লড়াই করে অবশেষে সঙ্গীরা কাশীনাথকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। সূত্র: এবেলা.ইন
Leave a Reply