শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
লন্ডন থেকে-জুবায়ের আহমদ হামজা ও তৌফিক আলী মিনার::-
ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে রাজধানী লন্ডনের বিভিন্ন বারায় ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে তিনটি বারায় ১৭ জন ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, এর মধ্যে জগন্নাথপুর উপজেলার ৮ জন প্রবাসী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ইংল্যান্ডের দেড়শ কাউন্সিলে নির্বাচন হয়, এ নির্বাচনে দেশের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশী প্রধান তিন রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেট এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যষিত জগন্নাথপুর উপজেলার প্রবাসীদের জয় জয়কার হয়েছে। নির্বাচনে জগন্নাথপুরের ৮জন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। জানা যায়, উপজেলার জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুকিত চুনু (এম.বি.ই) তৃতীয় বারেরমতো ওয়েবারর্স এলাকা থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। একই এলাকার যুক্তরাজ্য প্রবাসী সাবেক কাউন্সিলার হেলাল রহমানের স্ত্রী জেনেট রহমান ব্রোমলী বাই ব নর্থ ওয়ার্ড থেকে নির্বাচিত হন। অপর দিকে উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের লুৎফুর রহমান ম্যানচেষ্টার সিটি কাউন্সিল থেকে নির্বাচিত হয়েছেন, তিনি এ নিয়ে চারবার নির্বাচিত হন। একই গ্রামের আবুল কহের চৌধুরী দ্বিতীয়বারের মতো হাম্পশায়ার এলাকা থেকে নির্বাচিত হন। ওই গ্রামের কাহার চৌধুরী লেবারপার্টির পক্ষে লেনসবারি এলাকা থেকে কাউন্সিলার নির্বাচিত হন। গ্রামের আরেক প্রবাসী শমশির কৌরেশীর স্ত্রী লিমা কৌরেশী স্পিটাপিল্ড এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। ওই ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের আহবাব হোসেন বেথনালগ্রীণ এলাকা থেকে নির্বাচিত হন। এছাড়া উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের সৈয়দ তরব আলীর মেয়ে সৈয়দা সামছিয়া আলী ডারলিংটন থেকে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশী বংশোদ্ভুত এই জনপ্রতিনিধিদের বিজয়ে দেশে বিদেশ অবস্থানরত আত্মীয় স্বজন সহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন মহল থেকে বিজয়ী কাউন্সিলারদের অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে তাদের কর্মময় জীবনের সফল্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক প্রচারনা চলছে।
Leave a Reply