শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক ::
রাশিয়া বিশ্বকাপের জন্য আগেই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। এবার সেই দলের খেলোয়াড়রা কে কত নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন সেটাও প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। মঙ্গলবার অফিসিয়ালভাবে দলের জার্সি নম্বর উন্মোচন করা হয়। গঞ্জালো হিগুয়েন, লিওনেল মেসি, হাভিয়ের মাশ্চেরানো ও মার্কোস রোহো ২০১৪’র ব্রাজিল ব্যবহার করা নম্বরের জার্সি পড়েই মাঠে নামবেন। আর্জেন্টিনার ঘোষিত চূড়ান্ত দলের সাতজন ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপেক্ষ মাঠে নেমেছিলেন। তারা হলে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, মার্কোস রোহো, হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
বিশ্বকাপে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের জার্সি নম্বর
গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান (১), উইলফ্রেডো কাবাইরো (২৩), ফ্রাঙ্কো আরমানি (১২)।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মের্কাদো (২), এডুয়ার্ডো সালভিও (১৮), নিকোলাস ওতামেন্ডি (১৭), ফ্রেদেরিকো ফাজিও (৬), মার্কোস রোহো (১৬), নিকোলাস তাগলিয়াফিকো (৩), মার্কোস আকুইনা (৮), ক্রিস্টিয়ান আনসালদি (৪)।
মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি (১৫), ম্যাক্সি মেজ (১৩), লুকাস বিলিয়া (৫), এভার বানেগা (৭), জিওভানি লো সেলসো (২০), অ্যাঙ্গেল ডি মারিয়া (১১), হাভিয়ের মাশ্চেরানো (১৪)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (১০), পাওলো দিবালা (২১), সার্জিও আগুয়েরো (১৯), গঞ্জালো হিগুয়াইন (৯), ক্রিস্টিয়ান পাভোন(২২)।
Leave a Reply