শনিবার, ১২ Jul ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে এসএসসিতে পাশের হার ৬১ দাখিলে ৬৯ জগন্নাথপুরে আটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড ও নম্বর পেয়েছে রাইদা জগন্নাথপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অভিষেক জগন্নাথপুরে সীমানা দেওয়াল নির্মাণ নিয়ে বিরোধ, সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু  জগন্নাথপুরে কৃষি অধিদফতরের বীজ ও চারা বিতরণ কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল জগন্নাথপুরে ধর্ষণের পর কিশোরীকে নদীরপাড়ে ফেলে গেল প্রেমিক! জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি জগন্নাথপুর উপজেলা বিএনপির সভায় বক্তারা, কয়সর আহমদকে বিএনপির প্রার্থী হিসাবে দেখতে চাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ঠিক হল বিশ্বকাপে মেসিদের জার্সি নম্বর

ঠিক হল বিশ্বকাপে মেসিদের জার্সি নম্বর

স্পোর্টস ডেস্ক ::
রাশিয়া বিশ্বকাপের জন্য আগেই ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। এবার সেই দলের খেলোয়াড়রা কে কত নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন সেটাও প্রকাশ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। মঙ্গলবার অফিসিয়ালভাবে দলের জার্সি নম্বর উন্মোচন করা হয়। গঞ্জালো হিগুয়েন, লিওনেল মেসি, হাভিয়ের মাশ্চেরানো ও মার্কোস রোহো ২০১৪’র ব্রাজিল ব্যবহার করা নম্বরের জার্সি পড়েই মাঠে নামবেন। আর্জেন্টিনার ঘোষিত চূড়ান্ত দলের সাতজন ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপেক্ষ মাঠে নেমেছিলেন। তারা হলে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, মার্কোস রোহো, হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
বিশ্বকাপে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের জার্সি নম্বর
গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান (১), উইলফ্রেডো কাবাইরো (২৩), ফ্রাঙ্কো আরমানি (১২)।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মের্কাদো (২), এডুয়ার্ডো সালভিও (১৮), নিকোলাস ওতামেন্ডি (১৭), ফ্রেদেরিকো ফাজিও (৬), মার্কোস রোহো (১৬), নিকোলাস তাগলিয়াফিকো (৩), মার্কোস আকুইনা (৮), ক্রিস্টিয়ান আনসালদি (৪)।
মিডফিল্ডার: ম্যানুয়েল লানজিনি (১৫), ম্যাক্সি মেজ (১৩), লুকাস বিলিয়া (৫), এভার বানেগা (৭), জিওভানি লো সেলসো (২০), অ্যাঙ্গেল ডি মারিয়া (১১), হাভিয়ের মাশ্চেরানো (১৪)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (১০), পাওলো দিবালা (২১), সার্জিও আগুয়েরো (১৯), গঞ্জালো হিগুয়াইন (৯), ক্রিস্টিয়ান পাভোন(২২)।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com