বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেটে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ৩টার দিকে শহরের চণ্ডিপুল এলাকার হুমায়ুন রশিদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সিলেট শহরমুখী একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশাচালক এবং এক যাত্রী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।
ওসি আরও বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা করেছে।
Leave a Reply