শনিবার, ১২ Jul ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অতি গুরুত্বপূর্ণ নলজুর নদীর উপর ঘোষগাঁও সেতুর গভীর ভাঙনে অবশেষে কাজ শুরু হওয়াতে জনমনে স্বস্তি ফিরে এসেছে। যদিও কয়েক দিনের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
জানাগেছে, বেশ কয়েক মাস আগে হঠাৎ করে ঘোষগাঁও সেতুর পূর্ব দিকের অধিকাংশ এপ্রোচ ধসে পড়ে বিশাল গর্ত হয়ে গভীর ভাঙনের সৃষ্টি হয়। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়ে আসছেন স্থানীয়রা।
অবশেষে ১১ সেপ্টম্বর মঙ্গলবার থেকে ধসে যাওয়া ভাঙনে বেইলি সেতুর কাজ শুরু হয়েছে। তা দেখে জনমনে স্বস্তি ফিরে আসে।
জানাযায়, ৯২ লক্ষ টাকা ব্যয়ে এ ভাঙনের উপরে ১৫৭ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের বেইলি সেতুর কাজ পান ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুরুল ইসলাম ট্রেডার্স।
এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নুরুল ইসলাম ট্রেডার্সের মালিক নুরুল ইসলাম বলেন, আশা করছি আগামী ২ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে জনগণের জন্য সাময়িক চলাচলের ব্যবস্থা করে দেয়া হবে।
Leave a Reply