মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::সুনামগঞ্জের জগন্নাথপুরে হিজড়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হিজড়াদের বিরুদ্ধে চাঁদাবাজির লিখিত অভিযোগ দায়ের করেন জগন্নাথপুর গ্রামের আজাদ আলী সহ ২২ জন।
অভিযোগে উল্লেখ করা হয়, জাবেদ মিয়া সহ প্রায় ১০ জন পুরুষ হিজড়া মেয়ে সেজে মানুষের বিয়ে অনুষ্ঠানে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। এসব হিজড়াদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।
এ অভিযোগে সুপারিশ করেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না ও তাজিবুর রহমান। এছাড়া অভিযোগের অনুলিপি সুনামগঞ্জ জেলা প্রশাসক, সুনামগঞ্জ পুলিশ সুপার, জগন্নাথপুর থানার ওসি ও জগন্নাথপুর পৌরসভার মেয়র বরাবরে প্রেরণ করা হয়।
Leave a Reply