বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বিশ্বের দেশে দেশে প্রত্যাখ্যাত ও বির্তকিত ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন পাতানো নির্বাচন করতে চাচ্ছে। বিএনপি এসব ইভিএম মেলার প্রতিবাদ ও প্রত্যাখ্যান করছে।
তিনি বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি, হবেও না। তাই তার অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না।
‘বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যত ভোট হয়েছে সব ভোট হয়েছে সন্ত্রাসমুখর, উৎসবমুখর নয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফা নির্বাচনেরই যোগাড়যন্তর করছে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, নির্বাচন কমিশনকে দিয়ে তারা নানা ধরনের নীলনকশা আঁটছেন। জনগণের মতামতকে উপেক্ষা করে ভোটকারচুপির জন্য আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করতে দেশের আটটি অঞ্চলে ইভিএম মেলা করতে যাচ্ছে ইসি।
ইভিএম মেলাতে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করবে না বলেও জানান তিনি।
সূত্র; যুগান্তর
Leave a Reply