বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ডুংরিয়া ঘরুয়া ইয়াংস্টার ৩য় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন  জগন্নাথপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক অনুদান বিতরন জগন্নাথপুরে ইউএনও এর সাথে কমিউনিটি নেতা মুজাক্কির আলীর বৈটক সুনামগঞ্জ-৩ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মুফতি আজির উদ্দিন  শান্তিগঞ্জের শত্রুমর্দনে বিএনপির কর্মীসভা আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  জগন্নাথপুরে সাংবাদিক আব্দুল করিম গণিকে সংবর্ধনা জগন্নাথপুরে চার শতাধিক হতদরিদ্র মানুষ পেল চিকিৎসা সেবা ও ঔষধ শান্তিগঞ্জ প্রেসক্লাবের মাসিক সভা সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন 

শোকরানা আল্লাহর:যতদিন বাঁচবো, মানুষের সেবা যেন করতে পারি:প্রধানমন্ত্রী

শোকরানা আল্লাহর:যতদিন বাঁচবো, মানুষের সেবা যেন করতে পারি:প্রধানমন্ত্রী

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তরের সমমান দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজিত শোকরানা মাহফিলে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই শোকরানা আল্লাহ রাব্বুল আলামিনের। যতদিন বাঁচবো মানুষের যাতে সেবা করে যেতে পারি, কল্যাণ করে যেতে পারি— এটাই আল্লাহর কাছে চাওয়া।’
রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র ব্যানারে এই শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের লক্ষ লক্ষ ছেলেমেয়ে মাদ্রাসায় পড়াশোনা করছে। যারা এতিম, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাদের আপনারা আশ্রয় দিচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন। আর তাদের সনদের স্বীকৃতি দেব না তা তো হতে পারে না। তখনই একটি শিক্ষা পূর্ণ হয় যখন ধর্মীয় শিক্ষাটা গ্রহণ করা হয়। তাদের সনদের যদি স্বীকৃতি না থাকে তাহলে তারা কী করবে, কী করে চলছে।’

তিনি বলেন, ‘এই সনদের মাধ্যমে তারা চাকরি পাবে, দেশে বিদেশে কাজ করতে পারবে— এই সুযোগটা আমরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য করে দিয়েছি, যাতে তারা সুন্দরভাবে বাঁচতে পারে।’
শেখ হাসিনা বলেন, ‘(কওমি সনদের) স্বীকৃতির জন্য যখন বলা হলো, আমরা কিন্তু সেটা করে দিলাম— পার্লামেন্টে আইন পাস করে। কারণ আইন পাস না করলে বাধ্যবাধকতা থাকতো না। আমরা আইন পাস করে দিলাম যাতে ‘৭৭ সালের মতো কেউ এসে তা বাতিল করে দিতে না পারে।’
মাদ্রাসা শিক্ষার্থীদের দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের একটি মানুষও যাতে ক্ষুধার জ্বালায়, রোগে ভুগে কষ্ট না পায় সেজন্য সবাইকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
ইসলামের প্রসারে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট করে দিয়েছি, যাতে তারা যেকোনো সময় এই ট্রাস্ট থেকে সাহায্য নিতে পারে। মসজিদভিত্তিক উপআনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। মসজিদে যারা শিক্ষা দেন তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৮০ হাজার ওলামা এ থেকে উপকৃত হচ্ছেন। তারা ভাতা পাচ্ছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কারো ক্ষতি বা অমঙ্গল নয়, আমরা সবসময় চিন্তুা করি মানুষের মঙ্গলের কথা— কীভাবে তাদের জীবন আরও উন্নত করা যায় সেই চিন্তাই আমরা করি।’
বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান হবে না— একথা পুনরায় উল্লেখ করে তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, মাদকের স্থান হবে না। বাংলাদেশ হবে শান্তিপূর্ণ সমৃদ্ধ একটি দেশ। যারা সন্ত্রাসী তাদের কোনো দেশ নাই, ধর্ম নাই, দল নাই। তাদের একটাই পরিচয়— তারা সন্ত্রাসী, জঙ্গিবাদী।’
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে করা চালানো অপপ্রচার বিশ্বাস না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জানি, স্যোশাল মিডিয়ায় নানা রকম অপপ্রচার করা হয়। এগুলো বিশ্বাস করবেন না। এসব অপপ্রচার ঠেকাতে সাইবার ক্রামই আইন করা হয়েছে। কেউ স্যোশাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে ধর্ম বা মহানবীকে নিয়ে কটূক্তি করতে পারবে না। কটূক্তি করলে তাদের বিচারের জন্য আমরা সাইবার ক্রাইম আইন করে দিয়েছি। আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আইনের মাধ্যমে তাদের বিচার করবো।’
নিজের জীবন নিয়ে আর কিছু চাওয়া-পাওয়ার নেই জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহর কাছে শুধু এটুকুই চাই— বাংলাদেশের মানুষ যেন ভালোভাবে বাঁচতে পারে, আল্লাহ যেন তাদের সহায় হোন— এটাই আমি আল্লাহর কাছে চাই।’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সামনেই নির্বাচন। সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আল্লাহ যদি চান আবারও ক্ষমতা এসে মানুষের সেবা করবো। আর আল্লাহ যদি না চান তাহলেও আমার কোনো আফসোস থাকবে না।
হেফাজতে ইসলামের আমির ও আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়ার চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী মাহফিলে সভাপতিত্ব করেন। মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কওমি-জননী’ উপাধি দেওয়া হয়। এছাড়া আল্লামা শফী প্রধানমন্ত্রীর হাতে শুকরিয়া স্বারক তুলে দেন।
সুত্র-সমকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com