শুক্রবার, ০৪ Jul ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক::
জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে ফিলিপাইন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানটি বিধ্বস্ত হলেও বেঁচে গেছেন দুইজন পাইলট। বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।
ওকিনাওয়া প্রদেশের প্রতিরক্ষা ব্যুরোর মুখপাত্র ওসামু কোসাকি বলেন, প্রদেশটির রাজধানী নাহা থেকে ২৫০ কিলোমিটার দূরে স্থানীয় সময় পৌনে ১২ টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর মার্কিন একটি সামরিক বিমানের মাধ্যমে দুইজন পাইলটকে উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সেনারা দ্বীপটিতে অবস্থান করছে। এতে ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।দ্বীপের বাসিন্দাদের আন্দোলনের মুখেও মার্কিন সেনা ঘাটিঁ সরানো হয়নি।
Leave a Reply