শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প সুনামগঞ্জে পিপি, অ্যাডিশনাল ও এপিপি নিযুক্ত হলেন জগন্নাথপুরের তিন প্রথিতযশা আইনজীবী জগন্নাথপুরে আজ থেকে এক মাসব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ বাসীর সেবা করতে চাই; বিশাল সম্বর্ধনায় বিএনপি নেতা কয়ছর আহমদ নেতা-কর্মীদের নিয়ে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন কয়ছর আহমেদ বিমানবন্দরে হাজারো নেতাকর্মীর ভালবাসায় সিক্ত হলেন বিএনপি নেতা কয়ছর আহমদ বিএনপি নেতা কয়ছর আহমদের সম্বর্ধনা সফল করতে জগন্নাথপুরে সাংবাদিক সম্মেলন ওবায়দুল কাদেরের খোঁজ দিলে পুরস্কার দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জগন্নাথপুরে জায়গা নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

জগন্নাথপুরে জায়গা নিয়ে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়ির জায়গার মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে।

জানাগেছে, বাড়ির জায়গার মালিকানা নিয়ে শ্রীরামসি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে আহমদ আলী ও একই গ্রামের মৃত তহুর আলীর ছেলে আফিক আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে।
জানাযায়, শ্রীরামসি মৌজার জেল এল নং ১০২, দাগ নং ১৮১৬, খতিয়ান নং ১১৪১ ও ১২৩৮ এ বাড়ি রকম মোট ৩৭ শতক জায়গার মধ্যে ৩৩ শতক জায়গার এসএ মালিক মৃত ধন মিয়া। এর মধ্যে ২২ শতক তিনি মালা বিবিকে রেজিস্ট্রি করে দেন। বাকি ১১ শতাংশ ভূমি দীর্ঘদিন ধরে ভোগ দখলে আছেন মৃত ধন মিয়ার ছেলে আহমদ আলী গং। এর মধ্যে গত প্রায় ২ মাস আগে আহমদ আলী উক্ত ভূমিতে টিনসেড ঘর নির্মাণ করেন। এতে বাধা দেন প্রতিপক্ষের আফিক আলী। এ নিয়ে নতুন করে তারা উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিপক্ষের আফিক আলী বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে আহমদ আলী গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বিরোধীয় ভূমিতে আফিক আলী ঘর নির্মাণ করেন।
অথচ স্থানীয়রা জানান, এখানে আহমদ আলী ঘর নির্মাণ করেছেন। জগন্নাথপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মির্জা নুরে আলমও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ ব্যাপারে ভূক্তভোগী আহমদ আলী বলেন, ১৯৮০ সালে আমার পিতা ধন মিয়া আফিক আলীর মাতা মালা বিবিকে ২২ শতক জায়গা রেজিস্ট্রি করে দেন। পরিবর্তে উক্ত মালা বিবি আমার বড় ভাই মাহমদ আলীকে ২১ শতক জায়গা রেজিস্ট্রি করে দেন। তবে মালা বিবির দেয়া ২১ শতক জায়গার মধ্যে ৫ শতক জায়গার মালিক জহুর আলী। এতে তিনি আমাদেরকে ৫ শতক জায়গা কম দিয়েছেন। এছাড়া আমাদের বাড়ি রাস্তাও জালিয়াতি করে তারা নিয়ে গেছে। এখন আমার জায়গায় ঘর তুলতে গেলে মিথ্যা মামলায় ফাসিয়ে হয়রানী করছে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় জিডিও করেছি। তাতেও কাজ হচ্ছে না। এ ব্যাপারে প্রতিপক্ষের আফিক আলী বলেন, আমাদের খরিদা কমবেশি ২২ শতক জায়গা চাই। বাকি জায়গার উপর আমার কোন আপত্তি নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com