সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার জগন্নাথপুর দিঘীরপাড় এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসী আব্দুল গফুর এর লাশের অবস্থান সিলেটের জৈন্তাপুর উপজেলায় সনাক্ত করা হয়েছে। ১০ লক্ষ টাকার লোভে বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাগরিক আব্দুল গফুর (৫৫) কে নির্মমভাবে হত্যা করে পাষন্ড দুর্বৃত্তরা লাশ মাটি চাপা দেয়। এঘটনায় জড়িত ৩ ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতার কৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর গ্রামের মদরিছ উল্লার ছেলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুর ২০১৭ সালে দেশে আসেন। সিলেট দরগা গেইট এলাকায় রাজমনি হোটেলে পরিচয় হয় জৈন্তাপুর উপজেলার কৃষি গবেষনা ইনস্টিটিউট অফিস সহায়ক আবুল কালামের সাথে। সেখানে তিনি সর্বশেষ ২০১৭ সালের ৮ মে আবুল কালামের ফোন থেকে তাঁর বন্ধু জগন্নাথপুর গ্রামের নুরল হক কে সিলেট রাজমনি হোটেলে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু পারিবারিক ব্যস্ততা থাকায় তিনি যেতে পারেননি। দেশে আসার দীর্ঘদিন পরও আব্দুল গফুরের খোঁজ খবর না পেয়ে তার ভাগিনা লালা মিয়া ওই মোবাইল নাম্বার উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি রজু করেন। ঘটনাটি তদন্তে নামেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান। তিনি প্রযুক্তির ব্যবহার করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্ঠা চালান। রোববার বিকেলে তিনি জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে জৈন্তাপুর কৃষি গবেষনা ইনষ্টিটিউটের অফিস সহায়ক আবুল কালাম তাঁর আত্বীয় জৈন্তাপুর ডিএস দাখিল মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন ও জৈন্তাপুরের বাসিন্দা জুনায়েদ আহমদকে জৈন্তাপুর থানা পুলিশের সহযোগীতায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা লন্ডন প্রবাসী আব্দুল গফুরকে হত্যা করে মোটা অংকের টাকা নেওয়ার কথা স্বীকার ও তার লাশ মাটিচাপা দেয়ার স্থান দেখায়। পরে ওই স্থানে পুলিশ লাল পতাকা দিয়ে চিহিৃত করে পাহাড়াদার নিয়োগ করেছে। আদালতের অনুমতি স্বাপেক্ষে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক সিলেট দরগা এলাকায় রাজমনি হোটেল থেকে আব্দুল গফুরের ব্যাগ উদ্ধার করা হয়। এবং তাদের বাড়ি থেকে প্রবাসীর পাসপোর্ট উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, এই ঘটনা ডায়েরী ভূক্ত হওয়ার পর আমরা গুরুত্ব দিয়ে জোর তদন্ত করে এই লোমহর্ষক হত্যা কান্ডে জড়িত ঘাতকদের গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতার কৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটা অংকের টাকার লোভে হত্যা কান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান জানান, মর্মান্তিক ও হৃদয় বিদারক হত্যাকান্ডের ঘটনার রহস্য আমরা উদঘাটন করে মুল হোতাদের আটক করেছি। মোটা অংকের টাকার লোভে লন্ডন প্রবাসীকে হত্যা করে লাশ জৈন্তাপুর মোকামটিলায় মাটিচাপা দেয় দুবৃত্তরা। এ ব্যাপারে লন্ডন প্রবাসী আব্দুল গফুর হত্যা ঘটনায় জগন্নাথপুর থানায় নিহতের ভাগিনা লালা মিয়া বাদী হয়ে একটা হত্যা মামলা দায়ের করেছেন।
Leave a Reply