মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে দুই দলের দুই হেভিওয়েট প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েছেন।
জানাগেছে, সুনামগঞ্জ ৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হেভিওয়েট প্রার্থী বর্তমান এমপি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
অন্যদিকে ২৩ দলীয় জোটের মনোনয়ন পেয়েছেন আরেক হেভিওয়েট প্রার্থী সাবেক এমপি শরিকদল জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ন মহা সচিব অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। রোববার দৈনিক যুগান্তরকে মাওলানা শাহীনুর পাশা জানিয়েছেন শনিবার রাতে বিএনপি মহা সচিব ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত কপি আমাকে দেওয়া হয়েছে। নেতা কর্মী ও ভোটারদের মধ্যে যে ধুম্রজাল তৈরি হয়েছিল তা দূর হয়েছে। এবার শুরু হবে তাদের মধ্যে ভোটযুদ্ধ। ভোটযুদ্ধে লড়াই হবে হাড্ডাহাড্ডি। দলীয় নেতাকর্মীরা সর্বশক্তি নিয়ে মাঠে নামবেন নিজেদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য। তবে নির্বাচনে সামাদপুত্র আজিজুস সামাদ ডন ভক্তদের প্রভাব পড়বে বলে দলীয় নেতাকর্মীরা জানান। এক্ষেত্রে ডন ভক্তদের অবস্থান এখনো নিশ্চিত নয়। কোন দিকে তাদের প্রভাব পড়বে বলতে পারছেন না দলীয় নেতাকর্মীরা।
এদিকে প্রায় প্রতিদিনই নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ করে চলেছেন প্রার্থীরা শনিবার বিকেলে জগন্নাথপুর বাজারে সমাবেশ করে নৌকার পক্ষে ভোট চান প্রার্থী এমএ মান্নান। অন্য দিকে রোববার মাওলানা শাহীনুর পাশা চৌধুরী দক্ষিণ সুনামগঞ্জের আকতা পাড়া বাজারে গণ সংযোগ ও সামবেশ করেছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটারদের মধ্যে উত্তাপ তত বাড়ছে। ভোটাররাও কষতে শুরু করেছেন হিসাব-নিকাশ। কে হচ্ছেন আগামী দিনের এমপি। এ নিয়ে নির্বাচনী ভাবনা শুরু হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোটের মাধ্যমে জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকার প্রায় ৩ লক্ষ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। এখন শুধু অপেক্ষার প্রহর গুনছেন সর্বস্তরের ভোটারগণ।
Leave a Reply