সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আওয়ামীলীগের বিবাদমান দু’পক্ষ আজ রোববার আনুষ্ঠানিকভাবে বিজয় দিবসের কর্মসূচী পালন করেছে।
বিকেল ৫টার দিকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার মিছিল করেছে নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামীলীগের উদ্যাগে বিজয় দিবসের র্যালি, আলোচনাসভা শেষে বিকেলে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে বিশেষ কর্মীসভা দুইপক্ষকে নিয়ে অনুষ্ঠিত হয়। কর্মীসভায় ঐক্যবদ্ধ আওয়ামীলীগের সকল নেতাকর্মীরা নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার করেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় এতে বক্তব্য দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি প্রবীন রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ সভাপতি হরমুজ আলী, জেলা আওয়ামীলীগ সদস্য নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি পৌর মেয়র আবদুল মনাফ, জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া, পাটলী ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল হক, আওয়ামীলীগ নেতা হারুন রাশীদ, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা আওয়ামীলীগ নেতা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি ডা” আবদুল আহাদ, সাধারন সম্পাদক ইকব্লা হোসেন ভূঁইয়া, পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, পৌর কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সাধারন সম্পাদক আবুল হোসেন লালন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক মোতাহির আলী,পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছালিক আহমদ পীর প্রমুখ।
সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান বলেন,আমার আচরনে কেউ দুঃখ পেলে আমি দুঃখ প্রকাশ করছি। আমি চাই আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে।দেশ কে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত ২০০৫ সালের ২৭ এপ্রিল এ আসনের হ্যাট্রিক সাংসদ আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতা আবদুস সামাদ আজাদের মৃত্যুর পর উপ নির্বাচনে আওয়ামীলীগ দলীয়ভাবে অংশ না নিলে নির্বাচনে অংশ নেন আওয়ামীলীগ ঘরনার প্রার্থী সাবেক সচিব এম এ মান্নান ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম। নির্বাচনে অল্পভোটে এম এ মান্নান পরাজিত হলে তিনি আওয়ামীলীগে যোগদেন ২০০৮ সালে
নির্বাচনে এম এ মান্নান ও আজিজুস সামাদ দলের মনোনয়ন চান।কিন্তু মনোনয়ন পান এম এ মান্নান।সেই থেকে আওয়ামীলীগে বিভক্তি শুরু হয়।২০০৮ সালে বিপুল ভোটে এম এ মান্নান সাংসদ নির্বাচিত হন।
২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান এর সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ তনয় আওয়ামীলীগ নেতা আজিজুস সামাদ ডন প্রতিদ্বন্দ্বিতা করেন সেই থেকে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ দুই ধারার সৃষ্টি হয়। বিভক্ত হয়ে পৃথক কর্মসূচী পালন করে আসছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে আওয়ামীলীগ নেতা এম এ মান্নান ও আজিজুস সামাদ ডন অনুসারীদের মধ্যে বিভক্তি চরম আকার ধারন করে।
নির্বাচনে এম এ মান্নান আওয়ামীলীগের প্রার্থী মনোনীত হলে দুই ধারায় বিভক্ত আওয়ামীলীগ কে ঐক্যবদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়। যার অংশ হিসেবে ১১ ডিসেম্বর মনোনয়ন বঞ্চিত আজিজুস সামাদ ডন এর বাসায় যান আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান।
জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র ( আজিজুস সামাদ অনুসারী ) আব্দুল মনাফ বলেন, বিজয় দিবসের কর্মসূচি একত্রে পালনের মধ্য দিয়ে দীর্ঘ দিনের দলীয় বিরোধের অবসান হয়েছে। সবাই দলের প্রার্থীরর পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি বলেন,আজ থেকে আমাদের মধ্যে কোন কোন্দল নেই।
জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ বলেন, ভুল বুঝাবুঝি মান অভিমানের দায়ভার আমি এড়াতে পারি না। তাই দুঃখ প্রকাশ করছি। এখন ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে চাই।
Leave a Reply