সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে দুই দলের দুই হেভিওয়েট প্রার্থী অবিরাম নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে গ্রেফতার আতংকে ভোগছেন বিএনপির অধিকাংশ নেতাকর্মী। ইতিমধ্যে উপজেলা বিএনপি সভাপতি আবু হুরায়রা ছাদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোসাব্বির আহমদ, যুবদল নেতা রাসেল বক্স সহ কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ ৩ আসনে আওয়ামীলীগের মনোনিত হেভিওয়েট প্রার্থী বর্তমান এমপি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান ও ঐক্য ফ্রন্টের হেভিওয়েট প্রার্থী সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। তারা দুজনেই দলীয় নেতা কর্মী সহ নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় গণ সংযোগ ও পথ সভা করে চলেছেন। মঙ্গঁলবার সন্ধায় উপজেলার সৈয়দপুর বাজারে এমএ মান্নান বিরাট জনসভা করেন। এদিন বিকেলে মাওলানা শাহীনুর পাশা চৌধুরী উপজেলা সদরে পথসভা ও গণসংযোগ করেন। অন্যান্য নাম সর্বস্ব প্রার্থীদের নির্বাচনী মাঠে দেখা যাচ্ছে না। স্থানীয় দল নিরপেক্ষ ভোটারদের সাথে আলাপ করে জানা গেছে এবার লড়াই হবে হাড্ডাহাড্ডি। দলীয় নেতাকর্মীরা নিজেদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য পাড়ায় মহল্লায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মঙ্গঁলবার নৌকার প্রার্থী এম এ মান্নান দৈনিক যুগান্তরকে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারগন নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আছেন ৩০ তারিখে সিল মেরে নৌকাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদি।
এব্যাপারে ধানের শীষের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী মঙ্গঁলবার যুগান্তরকে বলেন, ধানের শীষের গণ জোয়ার দেখে আওয়ামীলীগ দিশেহারা হয়ে পড়েছে, তাই আমাদের কর্মী সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে নানভাবে ভয় ভীতি দেখানো হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে। জুলুম অত্যাচার করে আমাদের বিজয়কে টেকানো যাবেনা।
এ আসনে অন্য প্রার্থীরা হলেন জাকের পার্টির শাহজান চৌধুরী, ইসলামি আন্দোলন বাংলাদেশের মুহিবুল হক আজাদ, এলডিপির মাহফুজুর রহমান খালেদ, স্বতন্ত্র সৈয়দ মুব্বাশির আলী।
Leave a Reply