সোমবার, ০৫ মে ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-৩ আসন থেকে নৌকা প্রতীকে তিনবারের নির্বাচিত সাংসদ এম. এ মান্নান কে পূর্ণমন্ত্রী করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দ্বায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। আনুষ্ঠানিক ভাবে রোববার বিকেল ৫টায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম এনিয়ে ব্রিফিং করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার সদস্য থাকতে পারেন ৪৬ জন। এর মধ্যে নতুন সদস্য থাকতে পারেন ৩১ জন।পরিবহন পুল এরই মধ্যে নতুন ৩২টি গাড়ি প্রস্তুত করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ ৫৫টি নতুন ফাইল তৈরি করছেন। গণভবনে ব্যস্ত সময় পার করছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।
এরই মধ্যে আনিসুল হক, আসাদুজ্জামান খাঁন কামাল, দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জুনায়েদ আহমেদ পলক, আ হ ম মোস্তফা কামাল, নসরুল হামিদ বিপু, বীর বাহাদুর, গোলাম দস্তগীল গাজী, ড. রাজ্জাক, এম এ মান্নান, একে আব্দুল মোমেন, টিপু মুন্সী, জাহিদ আহসান রাসেল, শাহরিয়ার আলম ফোন পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
Leave a Reply