মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। রোববার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ এলাকায় বিজ্ঞান মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর।
মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় মোট ১৬টি স্টল বসেছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কৃত বিভিন্ন উদ্ভাবনী উপস্থাপন করা হয়। তাদের আবিস্কার সকলকে চমকে দিয়েছে এবং মেলাটি আকর্ষণীয় হয়ে উঠেছে
Leave a Reply