মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো: মনিরুজ্জামানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কলেজের জাতীয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ শামীম খান- এর সভাপতিত্বে ও স্বাগত ব্ক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: মিছবাহুদ্দীন আহমদ| বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মোছা: নীলুফার খানম,শিক্ষা বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আরিফ হাসান চৌধুরী ও উপাধ্যক্ষ চৌধুরী মামুন আকবর । আলোচনার ফাঁকে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা স্বাধীনতার গান, কবিতা প্রভৃতি উপস্থাপন করে। বক্তাগণ স্বাধীনতাকে অর্থবহ করতে মুক্তিযুদ্ধের সোনারবাংলা- গড়ার অভিযানে নিজ নিজ ভূমিকা পালন করে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। কবিতা আবৃত্তি করেন সহযোগী অধ্যাপক জনাব মো: ফরিদুল হক।
Leave a Reply