মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামীসি গ্রামের পাক হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ মুুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে গঠিত শ্রীরামীসি শহীদ স্মৃতি সংসদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও মেধা বৃত্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় শ্রীরামীসি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৪টি বিভাগে ৩০টি প্রাইমারী স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসার ১৫১ জন ছাত্র/ছাত্রী অংশ নেন। এ উপলক্ষ্যে শ্রীরামীসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলীর সভাপত্বিতে ও শহীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ জুয়েল, বক্তব্য রাখেন, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের, সফাত উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির আহমদ চৌধুরী।
Leave a Reply