মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের ৬ নং রাণীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন চট্টগ্রামে আদালত এলাকায় সংঘর্ষ; সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করলো আইনজীবীকে জগন্নাথপুরে বিএনপির অফিস পুড়ানো মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান ২০২৫–২৬ সেশনের জন্য ২নং পাটলী ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা ২০২৫-২০২৬ সেশনের জন্য চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  জগন্নাথপুরে স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নতুন ইসি শপথ নেবেন রোববার দীর্ঘ ১৩ বছর পরে বিশিষ্ট কলামিস্ট, লেখক ও সাংবাদিক সায়েক এম রহমান এর বাংলাদেশে আগমন সুনামগঞ্জ-৩ আসনে সৈয়দ তালহা আলমকে জমিয়তের প্রার্থী ঘোষণা 

নিরাপত্তাহীনতার কারণে বাড়ি ছাড়া জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর জায়গা দখলের পায়তারা

নিরাপত্তাহীনতার কারণে বাড়ি ছাড়া জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর জায়গা দখলের পায়তারা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর জায়গা দখলের পায়তারা করছে একটি কুচক্রী মহল। কুচক্রী মহলের হুমকির কারণে লন্ডন প্রবাসী লন্ডন থেকে দেশে আসলেও বাড়িতে আসতে পারছেন না। তিনি বর্তমানে সিলেট শহরে একটি হোটেলে অবস্থান করছেন। সোমবার বিকেলে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের মোরাদাবাদ গ্রামের লন্ডন প্রবাসী গাজী আব্দুর রব জগন্নাথপুর প্রেসক্লাবে সংবাদ সম্মোলনে লিখিত অভিযোগ করেন। তিনি জানান, আমি একজন লন্ডন প্রবাসী জীবন জীবিকার তাগিদে অধিকাংশ সময় লন্ডনে অবস্থান করি। আমাদের এলাকার কিছু লোক আমার জায়গা জমি দখলে পায়তারায় লিপ্ত। গত ১৭ এপ্রিল একই গ্রামের ফাজিল মাহমুদ উরফে আব্দুর রহিম এর মেয়ে রাফিয়া বেগম দিলারা যে, সংবাদ সম্মোলন করে আমার বিরোদ্ধে যে অভিযোগ আনিয়াছেন তাহা সম্পুর্ন্ন রূপে মিথ্যা ও বানোয়াট। গত ৪ মার্চ তারিখে আমি আমার ভাই সহ বাংলাদেশে আসি। কাগজপত্র তালাসি করে জানতে পাই আমাদের গ্রামের ফাজিল মাহমুদ (আব্দুল রহিম) আমাদের অনুপস্থিতিতে আমাদের ৪টি বাড়ি সেটেলমেন্ট জরিপে রেকর্ড করেন যাহা আমাদের পিতা মৃত হাজী গাজী আকরম উল্লা দলিল মূলে এস এ মালিক থেকে খরিদ করেন একটি বাড়ি জেএল নং ১৬৩ সাবেক এস এ ৫৫৪ দাগে আমার পিতার দলিল মূলে ৫০ শতক ভূমির মালিক। ফাজিল মাহমুদ জাল কাগজে প্রচুর টাকার জোরে এবং বুধরাইল গ্রামের মলমদর আলী উরফে কানু মিয়ার সহযোগিতায় ও কুচক্রী মহলের ইন্দনে একটি অংশ ভূমি (২৯শতক) রেকর্ড করেন। ৪শতক ভূমি আমার চাচাতো ভাই আব্দুল আহাদের নামে রেকর্ড হয়। বাকি ১৭ শতক ভূমি আমাদের নামে রেকর্ড হয়। আমার রেকর্ড ভূমিতে আমি ১৫এপ্রিল একটি পাকা গেইট নির্মাণ করতে চাইলে ফাজিল মাহমুদের লোকজন বাধা প্রদান করে এবং আমাকে প্রাণনাশের ভয়ভীতি মূলক হুমকি দেয় আরও অশীল্ল ভাষায় গালিগালাজ করে বলে নিষেধ না মানলে খুন খারাবি করবে। আমি বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করিয়া ব্যর্থ হই। তাই নিরুপায় হইয়া আইনের আশ্রয় গ্রহন করি। আরও কতেক ভূমি আমাদের ফাজিল মাহমুদ ভুয়া কাগজ দিয়ে রেকর্ড করে ও জোড় পূর্বক দখল করেন। যাহা আমরা লেন্ড সার্ভে ট্রাইব্রুনালে মোকদ্দমা করি মামলা নম্বর ১৬৪- ২০১৮ইং। আমি শান্তি প্রিয় নিরীহ লোক আমার বিরোদ্ধে আমাকে হয়রানি করার জন্য স্থানীয় কয়েকটি পত্রিকায় মিথ্যা খবর প্রচার করেন। আমি তাহার তীব্্র নিন্দা জানাচ্ছি। যেকোন মুর্হুতে ফাজিল মাহমুদের লোক আবুল হোসেন, জাহাঙ্গীর, মকবুল আরো অনেকে এদের কর্মকান্ডে আমি আমার ভাই ও ভাতিজা সহ মোরাদাবাদ গ্রামে নিরাপদে চলাফেরা করতে পারছিনা। নিরাপত্তা হীনতার কারণে আমি সিলেট শহরে বসবাস করছি। তাই আমি একজন নিরীহ প্রবাসী হিসাবে আমার জান মালের নিরাপত্তার জন্য সরকারের উর্ধতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসীর বড় ভাই গাজী ছালিক মিয়া একই গ্রামের প্রবীণ মুরব্বী ছায়াদ আলী,আব্দুর রউফ,আব্দুর রহমান,আমির আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com