মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে অবশেষে চাঞ্চল্যকর মামলার আসামী মুসলিম যুবক জমির আলীকে শুক্রবার
গ্রেফতার করা হয়েছে। এর আগে হিন্দু স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। জানাগেছে, ২১ জুন রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের সামারিশ আলীর ছেলে জমির আলী ২৫) ও একই গ্রামের মনু বিশ্বাসের মেয়ে স্কুলছাত্রী জবা রাণী বিশ্বাস (১৮) প্রেমের টানে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অপহরন
মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ স্কুল ছাত্রীর মাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে-থানায় মামলা দায়েরের পর স্কুলছাত্রীকে উদ্ধার ও মামলার আসামী জমির আলীকে গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় জগন্নাথপুর থানা পুলিশ। এর মধ্যে ঘটনার ১৮ দিন পর ৯ জুলাই ভিকটিম স্কুলছাত্রী জগন্নাথপুর থানায় আত্মসমর্পন করলে তাকে তার বাবা মনু বিশ্বাসের জিম্মায় রাখা হয়েছে। অবশেষে ঘটনার ২১ দিন পর ১২ জুলাই শুক্রবার ভোরে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক-নির্দেশনায় থানার ওসি (তদন্ত) নব গোপাল দাশের নেতৃত্বে সংগীয় এসআই কবির উদ্দিন সহ পুলিশ দল গোপন স্থানে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অপহরণ মামলার আসামী মুসলিম যুবক জমির আলীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জমির আলীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই কবির উদ্দিন জানান, ভিকটিম জবা রানীকে শুক্রবার মেডিকেল পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি প্রেম ঘঠিত না অপহরণ এব্যাপারে তদন্ত চলছে।
Leave a Reply