মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের বেহাল দশার কারণে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় আজ রোববার
(১৪ জুলাই) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচলা বন্ধ করার ঘোষণা দিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। আজ দীর্ঘদিন ধরে সড়কটির জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার অংশে অত্যান্ত নাজুক অবস্থা থাকার কারণে শ্রমিকরা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। গত ৩মাসে বেহাল সড়কের বড় বড় গর্তের কারণে অর্ধশতাধিক যানবাহন দুর্ঘটনার শিকার হয়ে শতাধিক লোক আহত হন।
এ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ইতিপূর্বে সড়কটি সংস্কারের জন্য স্থানীয় এমপি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ স্থানীয় প্রশাসনকে শ্রমিকদের পক্ষ থেকে সড়কটি সংস্কারের জন্য আহবান করা হলেও কোনো ফল পাওয়া যায়নি।
জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম রব্বানী শনিবার জানান এই সড়কটি যানবাহন চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে তাই এখন আর জীবনের ঝূকি নিয়ে গাড়ি চালাতে চাচ্ছেন না।
এব্যাপারে বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-সিংঙ্গেরকাছ সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি ফজর আলী মেম্বার বলেন- সম্প্রতি সড়কের বিশ্বনাথ উপজেলা অংশে গর্ত ভরাট কাজ করা হলেও জগন্নাথপুর উপজেলার অংশে কোন সংস্কার কাজ হচ্ছে না। ফলে সড়কের বড় বড় গর্তগুলো বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বাস চলাচল করা অনেক ঝুকিপূর্ণ। তাই সাধারণ মানুষ ও শ্রমিকদের জীবনের নিরাপত্তার কারণে রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্ট কালের জন্য এই সড়কে বাস চলাচলা বন্ধ রাখার সিদ্ধান নেওয়া হয়েছে।
Leave a Reply