বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুরের ৬ নং রাণীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন চট্টগ্রামে আদালত এলাকায় সংঘর্ষ; সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করলো আইনজীবীকে জগন্নাথপুরে বিএনপির অফিস পুড়ানো মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী এম এ মান্নান ২০২৫–২৬ সেশনের জন্য ২নং পাটলী ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা ২০২৫-২০২৬ সেশনের জন্য চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা শান্তিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  জগন্নাথপুরে স্কুল শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নতুন ইসি শপথ নেবেন রোববার

জগন্নাথপুরে বন্যায় ব্যাপক ক্ষতি, ৪৫ টি স্কুল বন্ধ ॥ আশ্রয় কেন্দ্রে পানিবন্দি মানুষ

জগন্নাথপুরে বন্যায় ব্যাপক ক্ষতি, ৪৫ টি স্কুল বন্ধ ॥ আশ্রয় কেন্দ্রে পানিবন্দি মানুষ

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। বুধবারও বন্যার পানি বেড়ে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে বাড়িঘর ও রাস্তাঘাট। উপজেলার  নিম্নাঞ্চল প্লাবিত হয়ে এবার উঁচু এলাকা তলিয়ে যাচ্ছে। উপজেলার বিভিন্ন অঞ্চল সহ পৌর শহরে বিভিন্ন এলাকার ঘরবাড়ি
স্কুল, কলেজ ও রাস্তাঘাট তলিযে গেছে। ১৭ জুলাই বুধবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে বন্যার পানি ঢুকে পড়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে উপজেলা ভূমি অফিস। অফিসের সামনে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন
অফিসে আসা লোকজন। বিগত প্রায় এক সপ্তাহ টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে উপজেলার অর্ধশতাধিক গ্রামের শত শত ঘরবাড়ি বন্যা কবলিত হয়ে পড়ে।

এদিকে বন্যায় ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, বন্যায় এ পর্যন্ত ১১০০ হেক্টর আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। এছাড়া ৮০০ হেক্টর আউশ ধানের ক্ষতি হয়েছে। জগন্নাথপুর উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন. বন্যায় মোট ৪০০টি মৎস্য ফিসারি তলিয়ে প্রায় ১ কোটি টাকার মাছ বেরিয়ে গেছে। জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বন্যার কারণে এ পর্যন্ত ৪৫টি স্কুলের পাঠদান বন্ধ রয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বলেন, বন্যা কবলিত মানুষের জন্য ৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখানে শতাধিক নারী, পুরুষ, শিশু আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। এছাড়া সরকারিভাবে পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com