সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের সড়ক জুড়ে গড়ে উঠেছে অসংখ্য গাড়ির স্ট্যান্ড। সড়কের দুই পাশে গাড়িগুলো দাঁড় করিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। নিত্যদিনের যানজটের ফলে জন সাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। আর সড়কের দুপাশে ময়লার স্তুপ জমে আছে। এগুলো দেখার যেন কেউ নেই।
ছোট্র একটি শহর জগন্নাথপুর পৌরসভা। গত কয়েক মাস আগেও জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকার রাস্তাঘাট খুবই খারাপ ছিল। তবে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথপুর পৌর শহর হয়ে রানীগঞ্জ রোড উন্নতমানের আরসিসি সড়ক নির্মাণ করা হয়। সড়কটি নির্মাণ হওয়ার পর জনমনে স্বস্তি ফিরে আসলেও ভোগান্তি যেন মানুষের পিছু ছাড়ছে না। পুরো সড়ক জুড়ে গড়ে উঠেছে গাড়ির স্ট্যান্ড। সড়কের দুই পাশে যত্রতত্র ভাবে রাখা হচ্ছে গাড়ি। এতে যানজট লেগেই থাকে প্রতিদিন। যে কারণে পদে পদে জন ভোগান্তি বেড়েছে। আর দুপাশে ময়লার স্তুপের কারণে ফুটপাত দিয়ে চলা কষ্টকর হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানাযায়, জগন্নাথপুর পৌর সদরের পৌর পয়েন্ট, রাণীগঞ্জ রোড, পুলের মুখ, মাদ্রাসা পয়েন্ট ও উপজেলার কলকলিয়া বাজার পয়েন্ট এলাকায় গড়ে উঠেছে ইজিবাইক (টমটম), অটোরিকশা, সিএনজি, লেগুনা, পিকআপ সহ ছোট ও মধ্যম গাড়ির অস্থায়ী স্ট্যান্ড।
মঙ্গঁলবার সরজমিনে দেখা যায়, এসব স্ট্যান্ডের অধীনে সড়কের দুই পাশে শতশত গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। এছাড়া জগন্নাথপুর পৌর শহরের সিলেটী ও সুনামগঞ্জী স্ট্যান্ডের পাশে সড়ক জুড়ে দাঁড় করিয়ে রাখা হয় মিনিবাস। যদিও তাদের নিজস্ব স্ট্যান্ড রয়েছে। অথচ অযথা সড়কে গাড়ি রেখে তারা যানজট সৃষ্টি করছেন বলে পথচারী ভূক্তভোগীরা জানান। তাছাড়া রাণীগঞ্জ রোডে অবস্থিত সিএনজি গুলোর নির্দিষ্ট স্ট্যান্ড থাকলেও দিনে স্ট্যান্ডে গাড়ি না রেখে সড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়।
জগন্নাথপুরে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও জনমনে নানা প্রশ্ন রয়েছে। যানজটের প্রধান কারণ হচ্ছে সড়ক জুড়ে গড়ে উঠা অস্থায়ী স্ট্যান্ড। প্রতিদিন সড়কের উপরে লেগুনা, সিএনজি, ইজিবাইক, পিকআপ ও মিনিবাস দাঁড় করে রাখা হচ্ছে। এর মধ্যে সব থেকে বেশি হচ্ছে ইজিবাইক। যার জন্য যানজট লেগেই থাকে। তাই জগন্নাথপুর পৌর শহরের যানজট নিরসন করতে হলে সড়কের উপর থেকে এসব গাড়ির স্ট্যান্ড সরাতে হবে। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নিবাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সাথে আলাপ হলে তিনি বলেন, অচিরেই আমরা মোবাইল কোর্টের মাধ্যমে এদের বিরোধে অভিযান পরিচালনা করবো।
Leave a Reply