বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার নদী ও জলাশয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে জগন্নাথপুরের নলজুর নদী, ইটাখলা নদী ও বাদাউড়া খাল থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান জগন্নাথপুর নিউজ ডটকমকে বলেন, অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে নদ-নদী ও জলাশয়ে মাছ ধরার কারণে সাত হাজার মিটার কারেন্টজাল উদ্ধার করে আমরা পুড়িয়ে ফেলেছি। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা হবে।
Leave a Reply