শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:: ক্ষমতার দাপট দেখিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি গাছ কর্তন করায় যুবলীগ নেতা সাজ্জাদ খানের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী ভূমি কার্যালয়ের সহকারি ভূমি কর্মকর্তা রমেন্দ্র নারায়ণ দাস বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন।
শ্রীরামসী ভূমি কার্যালয়ের সহকারি কর্মকর্তা রমেন্দ্র নারায়ন দাস জানান, সরকারি অনুমতি না নিয়ে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের রতিয়ারপাড়া এলাকা থেকে আনুমানিক তিন লাখ টাকার আটটি গাছ কেটে নেয়ায় যুবলীগ নেতা সাজ্জাদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিনা অনুমতিকে সরকারি গাছ কাটায় সাজ্জাদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযান চালিয়ে আসামীকে শিগগিরই গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, স্থানীয় সরকার (এলজিইডি) আওতাধীন জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুরের অংশের বাউরকাপন, শাসননবি ও রতিয়ারপাড়া এলাকায় সড়কের পাশ থেকে মীরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাজ্জাদ খান সরকারি সাতটি রেনট্রি গাছ করাত দিয়ে কর্তন করে গাছগুলি কেটে নেন।
Leave a Reply