রবিবার, ২০ Jul ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এনসিপির সুনামগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে স্থান পেলেন জগন্নাথপুরের ৪ জন জগন্নাথপুরে দোকানে দুঃসাহসিক চুরি বিদ্যুৎ কার্যালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠছে জগন্নাথপুরের জনসাধারণ জগন্নাথপুরে এসএসসিতে পাশের হার ৬১ দাখিলে ৬৯ জগন্নাথপুরে আটপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড ও নম্বর পেয়েছে রাইদা জগন্নাথপুরে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অভিষেক জগন্নাথপুরে সীমানা দেওয়াল নির্মাণ নিয়ে বিরোধ, সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু  জগন্নাথপুরে কৃষি অধিদফতরের বীজ ও চারা বিতরণ কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল জগন্নাথপুরে ধর্ষণের পর কিশোরীকে নদীরপাড়ে ফেলে গেল প্রেমিক!

জিন্দাবাজারে প্রবাসীদের উপর হামলাকারী আরেক ছাত্রলীগ ক্যাডার গ্রেফতার

জিন্দাবাজারে প্রবাসীদের উপর হামলাকারী আরেক ছাত্রলীগ ক্যাডার গ্রেফতার

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সিলেট নগরীর জল্লারপাড়ে তিন যুক্তরাজ্য প্রবাসীর উপর হামলার ঘটনায় ছাত্রলীগের আরেক ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে জিন্দাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ছাত্রলীগ ক্যাডারের নাম জাহেদ। সে নগরীর মদিনামার্কেট পল্লবী আবাসিক এলাকার ২৬/বি কামারগলির শফিক মিয়ার ছেলে। হামলাকারীদের মধ্যে জাহেদ অন্যতম ছিল বলে দাবি করেছে পুলিশ। এনিয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হলো।

এর আগে গ্রেফতার হয় লিটন, শিপন, নোমান, পলাশ, দিপু রায়, সাগর তালুকদার নামের আরও ৬ ক্যাডার।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এবাদউল্লাহ জানান, অনেক কৌশল করে ফাদ পেতে জাহেদকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামীদেরও গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, গত ৬ আগস্ট জল্লারপাড় পাচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীর উপর হামলা চালায় ছাত্রলীগ ক্যাডাররা। এতে গুরুতর আহত হন তারা। এসময় তাদের প্রাইভেট কারও ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৭ আগস্ট আহতদের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com