রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান, সদ্য প্রয়াত হোসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উপজেলা জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. মতিউর রহমান, দিলু মিয়া, হাজী নুরুল ইসলাম মাষ্টার, পৌর কমিটির সভাপতি হাজী আব্দুল ছত্তার, উপজেলা জাপার দপ্তর সম্পাদক আবদাল মিয়া, সাইফুল আলম আহার, পৌর জাপা নেতা সাবেক মেম্বার আব্দুল হামিদ, আরফান আলী, আব্দুস সালাম, ছোরাব উল্লা, শাহ শানুর আলী, সামছুল হক, মতছির আলী, আব্দুর রহমান, শারফারাজ মিয়া শরফরাজ প্রমূখ ।
সভায় বক্তারা বলেন পল্লীবন্ধু এরশাদ ছিলেন গনমানুষের নেতা । তাঁর নয় বছরের শাষনামলের কথা এখনো মানুষ ভুলতে পারেনি । তিনি দেশে যে অবদান রেখে গেছেন মানুষ তাকে আজীবন মনের কোঠায় ধরে রাখবে । বক্তারা আরো বলেন দেশের প্রতিটি অঙ্গঁনে পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের ছোঁয়ায় পরিপূর্ন । ইতিহাসের পাতায় এরশাদই একমাত্র রাষ্ট্রনায়ক ছিলেন যিনি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে গেছেন । বক্তারা পল্লীবন্দু এরশাদের আদর্শকে লালন করে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান । পরে বাদ জোহর জগন্নাথপুর উপজেলা সদর জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় । এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যবসায়ীসহ নানা শ্রেনী-পেশার মানুষ মোনাজাতে অংশ নেন । মাহফিলে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা ও তাঁর আমলের নানা উন্নয়ন কর্মকান্ডের স্মৃতিচারণ করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আজমল হোসাইন জামী ।
Leave a Reply