রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে স্থানীয় উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে যাছাই বাছাইযের কাজ চলছে।
আজ মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ও আশারকান্দি ইউনিয়নে ভিক্ষুক পূর্নবাসনের তালিকা তৈরীর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল সোমবার উপজেলার রানীগঞ্জ এবং পাইলগাঁও ইউনিয়নের ভিক্ষুক পুর্নবাসন তালিকা তৈরীর কাজ অনুষ্ঠিত হয়। আগামী ৪ সেপ্টেম্বর পাটলী ও মিরপুর, ৫ সেপ্টেম্বর কলকলিয়া ও চিলাউড়া ইউনিয়ন এবং ১০ সেপ্টেম্বর জগন্নাথপুর পৌরসভায় এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসব তথ্য উপজেলা নির্বাহী কার্যালয় সুত্রে জানা গেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা। এই উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে আমরা ভিক্ষুক পুর্নবাসনে যাছাই বাছাইয়ের তালিকা তৈরীর কাজ শুরু হয়েছে।
Leave a Reply