শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য পরিকল্পণা মন্ত্রী এম এ মান্নানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে নিযুক্ত ছিলেন৷ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার রাষ্টপতির আদেশে উপ সচিব আলিয়া মেহের স্বাক্ষরিত নিয়োগের এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তার জন্য পদায়ন কৃত একান্ত সচিব পদে যতদিন বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন ততদিন তিনি এ পদে বহাল থাকবেন। উল্লেখ্য উপ সচিব হুমায়ুন কবির জগন্নাথপুর উপজেলায় সুনামের সহিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। জগন্নাথপুরে কর্মরত থাকাকালে তিনি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউএনও মনোনীত হন।পদোন্নতি নিয়ে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এখন থেকে তিনি পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর এ নিয়োগের খবরে জগন্নাথপুরের বিভিন্ন শ্রেণীপেশার সচেতন মহল আনন্দিত। বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে শুভ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানান।
Leave a Reply