বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শিশু শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মধ্যে খাতা বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার দুপুরে পৌরএলাকার ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে বিদ্যালয়ের হল রুমে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, বিশিষ্ট শিক্ষানুরাধী যুক্তরাজ্য প্রবাসি ব্রিটিশ ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক দেব, অভিভাবকদের মধ্যে আবু আহমেদ আবু, নেছার মিয়া, মাহমুদা বেগম, আকলিমা খাতুন প্রমুখ। পরে বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ১১০ জন শিক্ষার্থীর মধ্যে প্রতি শিক্ষার্থীকে তিনটি করে খাতা দেয়া হয়েছে।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, শিক্ষার্থীদের হাতের লেখার সৌর্দয্য বাড়াতে আমরা তিনটি করে আধুনিকমানে খাতা দিচ্ছি। আমাদের স্লিপ ফান্ড থেকে জগন্নাথপুরের ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে লেখার খাতা দেয়া হবে । আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করেছি।
Leave a Reply