বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
আমিনুল হক সিপন :: জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কে পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। পরিবহন শ্রমিকেরা সকাল ৬ টা থেকে জগন্নাথপুর-সিলেট সড়কে ও বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয়। ছোট ছোট যানবাহন ও রাস্তায় আটকে দেয়া হচ্ছে। তবে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, জগন্নাথপুর-সিলেট সড়কের জগন্নাথপুর থেকে বিশ্বনাথ পর্যন্ত ধর্মঘট চলমান ধর্মঘটে পরিবহন শ্রমিক কর্তৃক রিক্সা আটকানোর খবর পাওয়া গেছে। ফলে রিক্সা চালকেরা জগন্নাথপুর সহ বিভিন্ন গ্রামের ভেতরের বিকল্প সড়ক দিয়ে চলাচল করছেন। সড়ক পথে যানবাহন চলাচল করতে না পারায় শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে বাধাগ্রস্থ হয়।
জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি রব্বানী মিয়া জানান, সংস্কারের অভাবে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে । ফলে জনসাধারনের জানমাল হুমকির মুখে পড়ছে। এমতাবস্থায় সড়ক সংস্কারের দাবীতে পরিবহন ধর্মঘটের কর্মসুচি পালন করা হচ্ছে।
প্রসঙ্গত, জগন্নাথপুর-সিলেট ভাঙাচোরা বেহাল সড়ক মেরামতের দাবিতে গত রোববার বিকেলে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক-শ্রমিক নেতারা। এসময় আজ মঙ্গলবার জগন্নাথপুর থেকে সিলেটের রশিদপুর পর্যন্ত সড়কে পরিবহন ধর্মঘট পালন করার এমন সিদ্ধান্ত নেয় পরিবহন শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দ।
Leave a Reply