মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের সদরের জগন্নাথপুর বাজারকে সিসি ক্যামেরা স্থাপন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বাজারের বড় গলিতে পৌর মেয়র আব্দুল মনাফের সভাপতিত্বে ও জগন্নাথপুর বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক তাজউদ্দিন আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন, জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) আফসার আহমদ, পৌর কাউন্সিলর শফিকুল হক, পৌর সহিত মোবারক হোসেন, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, জগন্নাথপুর বাজারকে নিরাপদ এলাকা গড়ে তোলতে জগন্নাথপুর বাজার বিট এর দায়িত্বেথাকা জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) আফসার আহমদ গত কয়েকদিন ধরে স্থানীয় জনপ্রতিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে ব্যাপক প্রচারনা চালিয়ে আসছিলেন।
Leave a Reply