বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শিক্ষার হার ও মান উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রচেষ্টায় ২৩ টি স্কুলে নতুন ভবন নির্মাণের অনুমোদন হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
জানাযায়, ২০১৯-২০ অর্থ বছরের অধীনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আন্তরিক প্রচেষ্টায় ও মন্ত্রীর দেয়া ডিও লেটারে জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আউদত পূর্ব বুধরাই আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগদিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষগাঁও-টিআরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়,কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাশিলা-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলা-নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়গড়িয়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগময়না সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিতাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আবদুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়, রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়া চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ২৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের অনুমোদন হয়েছে।
এ ব্যাপারে বুধবার জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ারের সাথে আলাপ হলে তিনি বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় ও ডিও লেটারে জগন্নাথপুর উপজেলার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের অনুমোদন হয়েছে। তিনি জানান, আশা করছি আগামী ৩ মাসের মধ্যে স্কুল গুলোর মাটি পরীক্ষা, সার্ভে ডিজাইন সম্পন্ন করা সম্ভব হবে এবং ৩ মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা যাবে। তিনি জানান, প্রতিটি স্কুল ভবন ৪তলা ফাউন্ডেশন হবে। জায়গার পরিমাণ সাপেক্ষে একিই সাথে এক অথবা দুতলা সম্পন্ন হবে। ভবিষ্যৎ এ ৪তলা করা যাবে। প্রতিটি ভবনে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা ব্যায় হবে। তবে বহুতল ভবনে ব্যায়ের পরিমান বৃদ্ধি পাবে।
Leave a Reply