বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শারফুল বেগম (৩৮) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার ময়নাতদন্তের জন্য পুলিশ ঐ মহিলার লাশ সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত শুকুর আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকালের দিকে শারফুল বেগমকে বাড়িতে রেখে তাঁর মা ফুলবিবি ভিক্ষাবৃত্তির কাজে বেরিয়ে পড়ে। বিকেলের দিকে বাড়ি ফিরে বসতঘরের দরজা বন্ধ দেখে মেয়েকে ডাকাডাকি করতে থাকেন। কোন সারাশব্দ না পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে ভেতর ঢুকে দেখতে পান ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ওই নারীর মৃত দেহ ঝুলছে। খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শারফুল বেগমের বৃদ্ধা মা ফুল বিবি জানান, ভিক্ষাবৃত্তি করেই সংসার চলছে। সংসারে তিনি এবং তাঁর মেয়ে ছাড়া আর কেউ নেই। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও মেয়েকে বাড়িতে রেখে ভিক্ষাবৃত্তির জন্য বের হই। বিকেলে ঘরের দরজা বন্ধ দেখে মেয়েকে অনেক ডাকাডাকি করেও তাঁর কোন সাড়া না পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখি আমার মেয়ের নিতর দেহ তীরের সঙ্গে ঝুলছে। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি একদম একা হয়ে গেলাম। আমার আর কেউ রইলো না।
ঘটনাস্থল পরির্দশনকারী জগন্নাথপুর থানার এসআই অনিক দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, স্থানীয়রা জানিয়েছেন, ওই নারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সানোয়ার হাসান সুনু
27/09/2019
Leave a Reply