বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের দিঘলবাগ (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।
জানা যায়, উপজেলার দিঘলবাগ (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কান্তি তালুকদার ২০১৮ সালের ২৭ জুন বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের পর থেকে নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। ভুয়া ভাউচারের মাধ্যমে ভূতুড়ে বিল তৈরী করে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয় মেরামতের জন্য গত অর্থ বছরের ২০১৭-২০১৮/ স্লীপের ৪০ হাজার টাকা এবং ২০১৮-২০১৯ অর্থ বছরের ৫০ হাজার মোট ৯০ হাজার টাকা বিদ্যালয়ে কাজ না করেই আত্মসাৎ করেছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিদ্যালয় ভবনের বিভিন্ন শ্রেণী কক্ষে ফাটল রয়েছে। উন্নয়ন বরাদ্দের টাকায় মেরামতের কোন চিহৃ দেখা পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থেকেই বেতন বিল উত্তোলন করছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক অঞ্জন কান্তি তালুকদার বলেন, স্লীপের অর্থের সকল হিসেব শিক্ষা অফিসে দিয়েছি। আমি কোন দুর্নীতি করিনি।
সস্প্রতি জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা স্কুল পরিদর্শনে গেলে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাননি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর ওই শিক্ষককে শোকজ করেন। সাতদিনের মধ্যে এর জবাব দেওয়ার নির্দেশ রয়েছে শোকজে। গত মঙ্গল ও বুধবার এই দুইদিন বিদ্যালয়ে কোন কারণ ছাড়াই অনুপস্থিত থাকার কারণে কারণ দর্শানোর জন্য আবারও প্রধান শিক্ষক অঞ্জন কান্তি তালুকদারকে সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা শোকজ করেছেন। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা যুগান্তরকে বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও তিনি বিদ্যালয়ে অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন। এসব বিষয়ে জানতে ওই শিক্ষককে কারণ দর্শানোর জন্য লিখিতভাবে জানানো হয়েছে। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে আমি অবহিত করেছি।
Leave a Reply