বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জর জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক সহকারি শিক্ষক পদে ২০১৮ সালে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ভুয়া নাগরিক সার্টিফিকেট সংগ্রহকারী বহিরাগতের নাগরিক সনদপত্র বাতিলের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। এছাড়াও স্মারকলিপি প্রদান করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুমের নিকট।
বুধবার দুপুরে জগন্নাথপুরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন কর্মসুচী পালন করে হয়। এতে জগন্নাথপুরের স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ, সাংবাদিক, অভিভাবকবৃন্দসহ সর্বস্তরের শতশত জনসাধারণ অংশ নেন।
শিক্ষক আলমগীর হোসেনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর আবাব মিয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, শিক্ষক রমেন্দ্র গোপ, বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়, রূপক কান্তি দেব, গোপাল চন্দ্র দাস, শাহজাহান সিরাজী, নুরুল হক, অভিভাবকদের পক্ষে সাজ্জাদুর রহমান, কুতুব উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সহকারি শিক্ষক পদে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ মানববন্ধন বাস্তবায়ন কমিটির সভাপতি জগন্নাথপুরের স্থানীয় বাসিন্দা চাকুরিপ্রত্যাশি এম, শামিম আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply