বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে দুই পক্ষের সংর্ঘষে মাদ্রাসা ছাত্র সাব্বির আহমদ (১০) নিহত হওয়ার ঘটনায় রোববার বিকেলে নোয়াগাঁও ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা হত্যাকারীদের গ্রেফতারের মাধ্যমে ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে নোয়াগাঁও ফুরক্বানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আজহার হোসাইন, সহকারী শিক্ষক হাফিজ রিপন আহমদ আহমদসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার লোকজন অংশ নেন।
উল্লেখ্য শুক্রবার আলমপুর গ্রামের দুই পক্ষের সংর্ঘষে নোয়াগাঁও ফুরক্বানিয়া হাফিজিয়ার মাদ্রাসার ছাত্র সাব্বির মিয়া (১০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলই নিহত হয়।
Leave a Reply