বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ সিএনজি চালক মামুন মিয়া হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে উত্তম দাস (২৮) নামে এক যুবককে আটক করেছে। সে পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের বীরেশ দাসের ছেলে। তাকে থানায় ব্যাপক জিঙ্গাসাবাদ চলছে। ইনাতগঞ্জের জনৈক ব্যক্তিকে আটক করলেও পুলিশ ঘটনার সাথে সম্পৃকততা না পাওয়ায় ছেড়ে দেয়।
রোববার সকালের দিকে জগন্নাথপুর থানা পুলিশ তাকে খানপুর এলাকা থেকে আটক করে।
সন্ধায় ৭টায় আটকের সত্যতা নিশ্চিত করে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুরের সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী যুগান্তরকে বলেন, সকালের দিকে উপজেলার খানপুর এলাকা থেকে উত্তম দাসকে গ্রেফতার করা হয়েছে। অন্য একজনকে থানায় নিয়ে আসা হলেও ঘটনার সাথে সম্পৃকততা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ১৮ অক্টোবর জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশে খানপুর নামকস্থানে একটি ডোবা থেকে সিএনজি চালক মামুনের রক্তমাখা ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ। নিহত সিএনজি চালক জগন্নাথপুরের পাশ্বাবর্তী নবীগঞ্জের ইনাতগঞ্জ মধ্যসমেত গ্রামের আব্দুল মালিকের ছেলে। পরিবারের দাবি তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ডোবায় ফেলে দিয়েছে। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এঘটনায় এখনও হত্যা মামলা দায়ের করা হয়নি। তবে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নিহতের দাফন কাজে আত্মীয়রা ব্যস্ত থাকায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে। তবে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply