বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। ডিজিটাল বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশের উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে আমাদের ভাইয়েরা দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। যার কারনে বাংলাদেশ দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন প্রবাসীরা মাতৃভূমির টানে তাদের কষ্টার্জিত টাকা দিয়ে জগন্নাথপুরে লাশ রাখার জন্য মরচুয়ারি স্থাপন করে সমাজ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মহৎ কাজের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি জগন্নাথপুর উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের নেতৃবৃন্দসহ সবাইকে অভিনন্দন জানান। মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের বাস্তবায়নে মরচুয়ারী (লাশ হিমাগার) এর উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের চেয়ারম্যান মোহাম্মদ তাহের কামালীর সভাপতিত্বে, জেনারেল সেক্রেটারী আব্দুল ওয়াহিদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য মিরপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তছির আলী, হলিয়াপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই প্রমূখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রীর পি এস উপ-সচিব মোহাম্মদ হুমায়ুন কবির, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর উন্নয়ন সংস্থাযুক্তরাজ্যের ট্রেজারার রেজাউর রহমান রেজা, কার্যনির্বাহী সদস্য তঞ্জব আলী সুরুক, সোনা মিয়া খলকু, যুক্তরাজ্য প্রবাসী আশিকুল হক, তাজ উদ্দিন আহমেদ তাজ। অন্যান্যের মধ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আনহার মিয়া, সহ-সভাপতি আব্দুল মালেক, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, কাউন্সিলার আবাব মিয়া, কাউন্সিলার গিয়াস উদ্দিন, কাউন্সিলার তাজিবুর রহমান, কাউন্সিলার দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্তিত ছিলেন। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম টুনু। এর আগে মরচুয়ারী (লাশ হিমাগার) এর ফিতা কেঁটে উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
Leave a Reply