বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ২ যুবক আহত হয়েছেন। উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর ও তেলিকোনা গ্রামে পৃথক ঘটনা ঘটে।
জানাযায়, দীর্ঘদিন ধরে কাদিপুর গ্রামের আলী হোসেন ও শামীম আহমদের লোকজনের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় আলী হোসেন পক্ষের এবাদ আলীর লোকজনের অতর্কিত হামলায় শামীম আহমদ পক্ষের ধন মিয়া (২২) আহত হন।
এছাড়া রাত ১০ টার দিকে একই ইউনিয়নের তেলিকোনা গ্রামের এলাক মিয়ার হামলায় আবুল কাশেমের ছেলে মাসুম মিয়া (২০) আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর আহত ধন মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Leave a Reply