শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরো ১৫৩ বাংলাদেশি। বুধবার রাত ১১টা ২০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফিরেন। বরাবরের মতো প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে ফেরত আসাদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়। কুমিল্লার শাহজাহান মিয়া বলেন, মাত্র দেড় মাস আগে সৌদি আরবে গিয়েছিলেন। কিন্তু ধরপাকড়ের শিকার হয়ে শুন্য হাতে দেশে ফিরতে হলো তাকে। কুষ্টিয়ার রুহুল আমিন শুধু শূন্য হাতে ফিরেছেন তাই নয়, তার পায়ে জুতাও ছিল না। তিনি জানান, ১১ মাস আগে গিয়ে খালি হাতে ফিরতে হলো। ব্রাহ্মণবাড়িয়ায় নজরুল ইসলাম জানান, তিনিও দেড় মাস আগে গিয়েছি?লেন।
Leave a Reply