মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা সু-সেবা নেটওর্য়াক কমিটির উপদেষ্ঠা ও সদস্যদের ত্রৈমাসির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা সু-সেবা নেটওর্য়াক কমিটির সভাপতি মারজিয়া বেগমের সভাপতিত্বে ও এনজিও কেয়ার’র প্রতিনিধি প্রতিমা রানী রায়ের পরিচালনায় এতে সু-সেবা নেটওয়ার্ক কমিটির উপদেষ্ঠা জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শায়েখুল ইসলাম, ডা: শেখ মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামুল হক প্রমুখ।
সভায় প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব আরোপ করে, উপজেলা পরিষদের তহবিল থেকে প্রাইভেট সিএসবিদের সম্মানির ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply