সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
প্রবাস নিউজ ডেস্ক :: নিজের বৃটিশ ভিসা নবায়নে সাহায্য করতে রাজি হননি স্ত্রী। এ নিয়ে ঝগড়ার পর স্ত্রী সহ নিজের পুরো পরিবারকেই হত্যা করেছেন বৃটেনে কর্মরত এক বাংলাদেশী কারি শেফ। তার এখন যাবজ্জীবন সাজা হতে পারে। এ খবর দিয়েছে বৃটিশ দৈনিক ডেইলি মেইল। খবরে বলা হয়, মোহাম্মদ আবদুল শুকুর নামে ওই বাংলাদেশী নিজের অভিবাসন মর্যাদা নিয়ে স্ত্রী জুলি বেগমের সঙ্গে ঝগড়া করেন। এরপর তিনি স্ত্রী জুলি বেগম সহ দুই কন্যা অনিকা ও তানহাকে হত্যা করেন। ওই দুই কন্যার বয়স ছিল যথাক্রমে পাঁচ ও ছয়।
জুলি বেগম ঝগড়া করছিলেন এই বলে যে সংসারে তেমন টাকা দেন না শুকুর। ঝগড়ার পর এক রাতে এক সহকর্মীর কাছ থেকে ১০০ পাউন্ড ধার নিয়ে পূর্ব লন্ডনের ইস্ট হ্যামে অবস্থিত জুলি বেগমের বাসায় যান শুকুর।
Leave a Reply