মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার 1নং কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাসিম ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের জন্য কাজের স্স্বীকৃতি স্বরূপ গোল্ড মেডেল পাচ্ছেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক
‘লোকাল গভর্ণ্যন্স সাপোর্ট প্রজেষ্ট-৩’ (এলজিএসপি-৩) এর দক্ষতা ভিক্তিক মূল্যায়নের (এ বি সি-গ্রেড প্রাপ্ত) কর্মদক্ষতার জন্য জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ মনোনীত হয়েছে।সেজন্য পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাসিমকে কাজের স্বীকৃতি স্বরূপ ‘ইউনিয়ন পরিষদ গোল্ড মেডেল’ পদক দেয়া হচ্ছে এবং ইউনিয়ন পরিষদ ফোরামের আজীবন সদস্য হিসেবে সম্মাননা স্বারক প্রদান করা হবে। চলতি নভেম্বর মাসের ৩য় সপ্তাহে ঢাকায় এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পদক প্রদান করা হবে।
গত ২০ অক্টোবর বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মো: মাহবুবুর রহমান টুলু ও সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দিন ভুইয়া (রিপন) সাক্ষরিত প্রেরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।
Leave a Reply